
Description:
পিঠা খেতে খুব পছন্দ করেন! সময়-সুযোগ মিলে গেলে বাড়িতেই বানিয়ে ফেলেন মজার মজার পিঠা। দেশের কোন অঞ্চলের কোন পিঠা বিখ্যাত সেটাও আপনার নখদর্পণে। পিঠা নিয়ে এরকম জানাশোনা থাকলে এখনই চাষী পিঠাবিদ কুইজে অংশ নিন। আর পরিবারের জন্য জিতে নিন চাষী সুগন্ধি চিনিগুঁড়া চাল-এর সৌজন্যে আয়োজিত জাতীয় পিঠা উৎসবে এসে যতো খুশি ততো পিঠা খাওয়ার সুযোগ*! সাথে চাষী’র পক্ষ থেকে থাকছে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার!
কুইজে অংশ নিতে এখনই ভিজিট করুনঃ http://chashipithabid.com/
কুইজে অংশগ্রহণের নিয়মাবলি:
১। অংশ নিতে আপনার নাম ও মোবাইল নম্বর ব্যবহার করতে হবে ।
২। অংশগ্রহণকারী একই নাম ও মোবাইল নম্বর ব্যবহার করে শুধুমাত্র একবারই অংশগ্রহণ করতে পারবেন ।
৩। ন্যূনতম সময়ে সকল প্রশ্নের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকেই সৌভাগ্যবান বিজয়ী নির্বাচন করা হবে ।
৪। *বিজয়ীরা তাদের পরিবারের ৪ জন সদস্যসহ মোট ৫ জন পাবেন ঢাকায় শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিতব্য জাতীয় পিঠা উৎসব ১৪২৭-এ ইচ্ছেমতো পিঠা খাওয়ার সুযোগ!
৫। সর্বমোট ৫ জন সৌভাগ্যবান বিজয়ী ঘোষণা করা হবে ।
৬। কুইজ সংক্রান্ত যেকোনো বিষয়ে কর্তৃপক্ষ-এর সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে ।